ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

মাশরাফির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:৩৭, ২৭ নভেম্বর ২০২৩
মাশরাফির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 

আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাশরাফি বিন মুর্তজার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নড়াইল জেলা সভাপতিসহ নেতাকর্মীরা। 

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের নেতৃত্বে জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইলের সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইফসুফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস প্রমুখ।

আরো পড়ুন:

নড়াইল-২ আসনে মাশরাফি বিন মুর্তজাসহ ২১জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন। গতকাল রোববার বিকেলে এই আসনে মাশরাফি বিন মুর্তজাকে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। 

শরিফুল/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়