ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

সংসদ নির্বাচনে অংশ নিতে পদ ছাড়লেন সাতক্ষীরার দুই উপজেলা চেয়ারম্যান

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২৮ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:১৭, ২৮ নভেম্বর ২০২৩
সংসদ নির্বাচনে অংশ নিতে পদ ছাড়লেন সাতক্ষীরার দুই উপজেলা চেয়ারম্যান

আসাদুজ্জামান বাবু ও আতাউল হক দোলন

সাতক্ষীরার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন দুই উপজেলা চেয়ারম্যান।  

তারা হলেন-সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান বাবু ও শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের এসএম আতাউল হক দোলন।

সোমবার (২৭ নভেম্বর) রাতে সাতক্ষীরা-২ আসনে ও সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত এই দুই প্রার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত পত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান বাবু ও এসএম আতাউল হক দোলনের পদত্যাগ পত্র গ্রহণ করে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সাতক্ষীরা সদর ও শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার বিকালে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সাতক্ষীরা-২ (সদর) আসনে মোহাম্মদ আসাদুজ্জামান বাবু ও সাতক্ষীরা-৪ আসনে আতাউল হক দোলন মনোনয়ন পান।

শাহীন গোলদার/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়