ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বগুড়ায় মাছ ধরার জালে উঠলো গ্রেনেড

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ২৮ নভেম্বর ২০২৩  
বগুড়ায় মাছ ধরার জালে উঠলো গ্রেনেড

বগুড়ার শিবগঞ্জের গাংনাই নদীতে মাছ ধরার সময় জামিল সরকার নামের এক ব্যক্তির জালে গ্রেনেড সদৃশ্য একটি বস্তু উঠেছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার পৌর এলাকার নাগরবন্দর সংলগ্ন নদীতে বস্তুটি পাওয়া যায়। খবর পেয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে পুলিশ ওই বস্তুটি নিজেদের হেফাজতে নিয়েছে।  

উপজেলার চাঁদনিয়া গ্রামের জামিল সরকার বলেন, আমি গতকাল বিকেল ৩টার দিকে গাংনাই নদীতে মাছ ধরছিলাম। নদীতে জাল ফেললে তাতে একটি গ্রেনেড উঠে আসে। আজ মঙ্গলবার সকালে শিবগঞ্জ থানা পুলিশ এসে গ্রেনেডটি নিয়ে নেয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া বস্তুটি হ্যান্ড গ্রেনেড। বস্তুটি অনেক পুরাতন। ওপর থেকে ক্ষয় হয়ে গেছে। খুব সম্ভবত এটি স্বাধীনতার যুদ্ধের সময়ের হবে। কারণ ওই এলাকায় পাকিস্তানি আর্মিদের ক্যাম্প ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।  

আরো পড়ুন:

তিনি আরও বলেন, অনেক আগেকার হলেও এর ভয়াবহতা এখনও থাকতে পারে। ঢাকার কাউন্টার ট্যাররিজম ইউনিটের বোমা ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা দুপুরে রওনা দিয়েছেন। তারা এসে এটি পরীক্ষা করবেন, তারপর বস্তুটি নিষ্ক্রিয় করা হবে।

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়