ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

সিরাজগঞ্জে সবজিবোঝাই পিকআপে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ২৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১০:২৭, ২৯ নভেম্বর ২০২৩
সিরাজগঞ্জে সবজিবোঝাই পিকআপে আগুন

সিরাজগঞ্জে মহাসড়কে সবজিবোঝাই পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের পাঁচলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সবজিবাহী পিকআপ রাত সোয়া ৩টার দিকে উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি আজিজ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। 

তিনি আরও বলেন, এসময় চালক ও হেলপার ভয়ে ট্রাকটি থেকে নেমে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পিকআপটির সামনের দিক পুড়ে গেছে। যারা আগুন দিয়েছে তাদের শনাক্তে চেষ্টা চলছে।

অদিত্য রাসেল/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়