ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

নির্বাচন অফিসের দেয়ালে ককটেল নিক্ষেপ, যুবদলের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ২৯ নভেম্বর ২০২৩  
নির্বাচন অফিসের দেয়ালে ককটেল নিক্ষেপ, যুবদলের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসের সীমানা প্রাচীরে ককটেল নিক্ষেপের ঘটনায় যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) জেলা শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর মহল্লার তুফান আলী ও মাঝপাড়ার আলী হোসেন। 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসের প্রাচীরে ককটেল নিক্ষেপ

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা নির্বাচন অফিসের স্টোর কিপার মো. হাসনাত আলী বাদী হয়ে থানায় মামলা করেন। এজহারে নাম না জানা দুর্বৃত্তদের আসামি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নির্বাচন অফিসের সীমানা প্রাচীরের ককটেল নিক্ষেপের ঘটনায় দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতে নির্বাচন অফিসের পেছন দিকের সীমানা প্রাচীরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকেই নির্বাচন অফিসের এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মেহেদী/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়