ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

আচরণবিধি নিয়ে প্রশ্ন শুনে তেড়ে গেলেন প্রার্থী, চড়াও হলেন অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ৩০ নভেম্বর ২০২৩   আপডেট: ১৪:২৮, ৩০ নভেম্বর ২০২৩
আচরণবিধি নিয়ে প্রশ্ন শুনে তেড়ে গেলেন প্রার্থী, চড়াও হলেন অনুসারীরা

সাংবাদিকদের ওপর চড়াও হন মোস্তাফিজুর রহমান ও তার অনুসারীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ সকাল সাড়ে ১১টার দিকে আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালি দেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে প্রশ্নকর্তা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক রাকিব উদ্দিনের গায়ে হাত তুলেন।

আরো পড়ুন:

হামলার শিকার সাংবাদিক রাকিব উদ্দিন জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার পর মোস্তাফিজুর সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় কথা বলার একপর্যায়ে আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি রেগে যান। এ সময় তিনি সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নিয়ে মারধর শুরু করেন।  গায়ে হাত তোলেন। হুমকিও দেন। এ সময় নেতাকর্মীরাও ছিলেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে সাংবাদিকরা মৌখিক অভিযোগ দিলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় তিনি ভুক্তভোগী সাংবাদিককে লিখিত অভিযোগ দিতে বলেন।

এ বিষয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার পর দুপুরে সাংবাদিকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে আদালত ভবনের চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন। 

এদিকে, চট্টগ্রামে কর্মরত টিভি সাংবাদিকদের ওপর বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের হামলার নিন্দা জানিয়েছেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মাসুদুল হক।

/রেজাউল/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়