মাগুরায় শিখরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সাকিব
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাগুরা-১ (মাগুরা সদর-শ্রীপুর) আসনের সংসদ সদস্য শিখরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
সাইফুজ্জামান শিখর ও জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দেন।
সাকিবের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাইফুজ্জামান শিখর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব আল হাসানকে মনোনয়ন দেওয়ার পর আমরা নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছি। আমরা খুবই আশাবাদী যে সাকিবকে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপহার পাঠাব।
একই সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য ড. বীরেন শিকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু প্রমুখ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মাগুরা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সিরাজুস সাইফিন সাঈফ, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল ইসলাম, মাগুরা-১ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ। এছাড়া মাগুরা-২ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী হায়দার আলী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শাহীন/ফয়সাল