ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দিলেন চিত্রনায়িকা মাহি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ৩০ নভেম্বর ২০২৩  
স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দিলেন চিত্রনায়িকা মাহি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আ.লীগের হয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন চাইলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে নির্বাচন করবেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মাহি।

এর আগে, সোমবার (২৭ নভেম্বর) মাহির পক্ষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করে তার এক আত্মীয়।

আরো পড়ুন:

নির্বাচনকে অংশগ্রহণমূলক করতেই ভোটে মাঠে আসা বলে দাবি করেন মাহিয়া মাহি। একই সঙ্গে তিনি আ.লীগের পক্ষে কাজ করার কথাও জানান। মাহি বলেন, ‘আমাকে দেখে আরও যেন সবাই আসেন নির্বাচন করেন। যেন একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়, সবার অংশগ্রহণ থাকে’।

সুকান্ত/এনএইচ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়