ধামরাইয়ে আচরণবিধি ভাঙলেন নৌকা-স্বতন্ত্র-জাপার প্রার্থীরা
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসন ধামরাইয়ে মনোনয়ন জমা দিতে এসে আওয়ামী লীগ, স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকীর কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ৫ জনকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিতে পারেন। এক্ষেত্রে কোনো ধরনের মিছিল কিংবা শোডাউন করা যাবে না।
দুপুর দেড়টার দিকে মনোনয়ন জমা দিতে আসেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেনজির আহমদ। তার সঙ্গে মিছিল করে উপজেলা পরিষদের ভেতরে আসেন প্রায় ৩০০-৪০০ অনুসারী। তারা উপজেলা পরিষদের ভেতরে নৌকার প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন। ১০-১৫ জন নেতাকর্মীসহ রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকে মনোনয়ন জমা দেন তিনি। সেখান থেকে বের হওয়ার পরও তার অনুসারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
দুপুর আড়াইটার দিকে মনোনয়ন জমা দেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন। এর আগে সকাল থেকে উপজেলা পরিষদের অদূরে যাত্রাবাড়ী খেলার মাঠে কয়েকশত নেতাকর্মীর জমায়েত করা হয়। প্রায় ৫০০ অনুসারীসহ মিছিল নিয়ে তিনি উপজেলা পরিষদে ঢোকেন। তার অনুসারীরাও বিভিন্ন স্লোগান দেন।
দুপুর দুইটার দিকে জাতীয় পার্টির (জিএম কাদের) খান মোহাম্মদ ইসরাফিল প্রায় ৫০ জন অনুসারীসহ উপজেলা পরিষদে এসে মনোনয়ন জমা দেন। তার অনুসারীরাও বিভিন্ন স্লোগান দেন।
এছাড়া নিজের গুটিকয়েক অনুসারী ও পরিবারের সদস্যদের নিয়ে মনোনয়ন জমা দেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক। একাই এসে মনোনয়ন জমা দেন বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী মো. মিনহাজ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী রেবেকা সুলতানা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, মনোনয়নপত্র জমার শেষ দিনে সর্বশেষ সময় পর্যন্ত ছয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, ‘আমি স্বচক্ষে দেখিনি। আমি কোনো অভিযোগও পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
সাব্বির/বকুল
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম