লক্ষ্মীপুর-২
একই আসনে স্বামী-স্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নুর উদ্দিন চৌধুরী নয়ন ও তার স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা। সাবেক সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা স্বতন্ত্র প্রার্থী। একই আসনে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্য চাঞ্চল্য সৃষ্টি করেছে।
শুক্রবার (১ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এই দুই প্রার্থীর মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক মনোনয়নপত্র দাখিল করেন স্বামী-স্ত্রী।
লক্ষ্মীপুর-২ আসনে চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনার মনোনয়ন সংগ্রহের বিষয়ে জানতে চাইলে নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, ‘কোনো কারণে মনোনয়ন বাতিল হলে প্রার্থীকে দায়ী হতে হবে। এ কারণে ডামি প্রার্থী হিসেবে আমার স্ত্রীসহ আরও কয়েকজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা বলেন, ‘নির্বাচনে আমরা দুইজনই প্রতিদ্বন্দ্বি। আমাদের প্রতীকও ভিন্ন।’
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম (মানবপাচারের অভিযোগে কুয়েতে সাজাপ্রাপ্ত সাবেক সাংসদ শহিদুল ইসলাম পাপুলের স্ত্রী), সাবেক ছাত্রনেতা এএফ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিরাজ মুক্তাধির স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বেন।
এই আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মো. শরীফুল ইসলাম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. মোরশেদ আলম, জাতীয় পার্টি থেকে মো. বোরহান উদ্দিন, জাসদ থেকে মো. আমির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জাহাঙ্গীর/মাসুদ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম