ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

জনসমর্থন আছে, তবে মাঝে মধ্যে টাকার কাছে হেরে যাই: তৈমুর

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২০:৪১, ১ ডিসেম্বর ২০২৩
জনসমর্থন আছে, তবে মাঝে মধ্যে টাকার কাছে হেরে যাই: তৈমুর

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার

তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আল্লাহর উপর বিশ্বাস ভরসা রেখে সবসময় চলি। যেখানে প্রতিবন্ধকতা হয়েছে সেখানে আল্লাহকে স্মরণ করে প্রতিরোধ করেছি। জনসমর্থন বা অন্য কোন দিক দিয়ে কখনোই হেরে যাইনি। মাঝেমধ্যে টাকার কাছে হেরে যাই। আমাকে নেতা বানিয়েছেন নারায়ণগঞ্জ শহরের মানুষ। আমি যখন নির্বাচন করি নারায়ণগঞ্জের মানুষ দল, মত নির্বিশেষে সবাই আমার পাশে থাকেন।’

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর পৌর কবরস্থান জামে মসজিদে মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশুর জানাজা শেষে তিনি একথা বলেন।

তৈমুর আলম খন্দকার বলেন, অস্ত্রসহ মিছিল করার অপরাধে সরকারি দলের প্রার্থী ও মন্ত্রীকে নির্বাচন কমিশন শোকজ করায় সুষ্ঠু নির্বাচনের একটা নমুনা দেখতে পাচ্ছি। এই শোকজের কারণে অস্ত্রবাজি কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে। আমি আশা করছি, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রশাসনও কাজ করবে। আমাকে নারায়ণগঞ্জ থেকে টেনে রূপগঞ্জে নিয়েছে সেখানকারবাসীরা। রূপগঞ্জবাসী যদি মনে করে সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে গেলে পুলিশ ধরে নিয়ে যাবে, এই ভয়ে যদি তারা কেন্দ্রে না যান তাহলে তা রূপগঞ্জবাসীর বিবেকের প্রশ্ন।’

তিনি আরও বলেন, আমাকে এবার নির্বাচন করতে হচ্ছে রূপগঞ্জবাসীর স্বার্থে। তাদের জমিজমা রক্ষা করার স্বার্থে। এই যে পিএস, এপিএস বাহিনী যেভাবে জমি দখল করে রেখেছে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিপদের মধ্যে আছেন। আমরা কারো জায়গা জমি দখল করেছি কিনা, পিএস-এপিএস রেখেছি কিনা, কাউকে জেল খাটিয়েছি কিনা, রাজনৈতিক সংগঠন ও স্কুল-কলেজ দখল করেছি কিনা রূপগঞ্জের সাধারণ মানুষের কাছে খবর নেন। আমার প্রতিদ্বন্দ্বি লোকজনের কাছে খবর নেন। আমাদের সম্পর্কে এবং তাদের সম্পর্কে সব জানতে পারবেন। 

অনিক/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়