ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ভূমিকম্প: দেয়াল ধসের খবরে হুড়োহুড়ি, পদদলিত হয়ে আহত ৮০

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:৩২, ২ ডিসেম্বর ২০২৩
ভূমিকম্প: দেয়াল ধসের খবরে হুড়োহুড়ি, পদদলিত হয়ে আহত ৮০

ভূমিকম্পে সারা দেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামও কেঁপে ওঠে। এসময় উপজেলার ছুপুয়া আমির শার্টস নামক গার্মেন্টসের দেয়াল ধসে গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৮০ শ্রমিক আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত শ্রমিকদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন লিভার দিদারুল আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯.৩৬ মিনিটের সময় ভূমিকম্পে কেপে উঠলে আমির শার্টস গার্মেন্টসের শ্রমিকরা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে নামতে চেষ্টা করেন। এ সময় গার্মেন্টসটির প্রধান ফটক বন্ধ থাকায় গুজব ছড়িয়ে পড়ে গার্মেন্টসের দেয়াল ধসে পড়েছে। এতে অন্যান্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে প্রধান ফটকের তালা ভেঙে বের হওয়ার সময় পদদলিত হয়ে ৮০ শ্রমিক শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার দিদারুল আলম বলেন, ভূমিকম্পে গার্মেন্টস শ্রমিকরা আতঙ্কিত হয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে আহত হয়েছেন। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু বলেন, আহতের সংখ্যা বাড়ছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েক জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে আমির শার্টস গার্মেন্টসে পদদলিত হয়ে ৮০ শ্রমিক আহত হয়েছেন।

রুবেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়