ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৩ ১৪৩১

নোয়াখালীতে বাসে অবরোধকারীদের হামলা, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ৩ ডিসেম্বর ২০২৩  
নোয়াখালীতে বাসে অবরোধকারীদের হামলা, আহত ৩

নোয়াখালীর মাইজদীতে ঢাকাগামী একুশে পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অবরোধকারীদের হামলায় তিন যাত্রী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে শহরের দত্ত বাড়ির মোড়ের পায়রা ফিলিং স্টেশনের সামনে হামলা হয়।  

একুশে পরিবহনের পরিচালক ইকবাল মাহমুদ তুহিন বলেন, ২৮ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকা যাচ্ছিলো। পায়রা ফিলিং স্টেশনের সামনে অবরোধকারীরা বাসে ইট নিক্ষেপ করতে শুরু করেন। এসময় বাসের তিন যাত্রী আহত হন। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে একই গাড়িতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

   

আরো পড়ুন:

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, দুর্বৃত্তরা সড়কের পাশের একটি গলি থেকে চলন্ত বাসে ইট নিক্ষেপ করে। এতে বাসের ৩-৪টি গ্লাস ভেঙ্গে যায়। 

এদিকে, জেলার সদর উপজেলার রশীদ কলোনী, গোদার মসজিদ, কর ভবন, নোয়া কনভেনশন হলের সামনে অবরোধের সমর্থনে ছোট ছোট বিক্ষোভ মিছিল হয়েছে। এ ছাড়াও বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ব্যাংক রোডে মিছিল করেন অবরোধকারীরা। 

সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়