ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

মাগুরা-১

সাকিব আল হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ৪ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৫:০০, ৪ ডিসেম্বর ২০২৩
সাকিব আল হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

মাগুরা-১ আসনে সাকিব আল হাসানসহ ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী সঞ্জয় কুমার ভাদুড়ির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

এর আগে, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সাকিব আল হাসান।

শাহীন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়