ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ তরুণ গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ৪ ডিসেম্বর ২০২৩  
রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ তরুণ গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তরুণের নাম সাব্বির রহমান ওরফে সাকিম (২২)।

গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে তার বাড়ি। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সোমবার (৪ ডিসেম্বর) বিকালে ওই এলাকার বালুঘাট থেকে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, সাকিমের কাছে থাকা ব্যাগে ১০টি প্যাকেটে এক কেজি হেরোইন পাওয়া গেছে। অভিযানের সময় রফিকুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। তার বাড়ি রাজশাহীর হরিপুর বেড়পাড়া গ্রামে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।
 

আরো পড়ুন:

কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়