ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বরগুনায় মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৭:১৭, ৬ ডিসেম্বর ২০২৩
বরগুনায় মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

বরগুনার তালতলীতে রাসেল হাওলাদার (২৩) নামের এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল উপজেলার ছোট ভাইজোড়া এলাকার মন্টু হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, রাসেল হাওলাদার নামের এক যুবক সেবনের উদ্দেশ্য গাঁজা নিয়ে যাচ্ছিলেন। উপজেলা শহরের বটতলা বাসস্ট্যান্ডে দায়িত্বে থাকা পুলিশের একটি টিম তাকে তল্লাশি করে এক গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত বলেন, গাজাসহ এক যুবককে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে ওই যুবক গাঁজা বহন করে নিয়ে আসার কথা স্বীকার করেন। এ জন্য তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মিলন বলেন, আমরা প্রতিদিনই মাদক বিরোধী অভিযান চালাই। আজও একজনকে সন্দেহ হওয়ায় তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ইমরান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়