ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: লিটন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ৬ ডিসেম্বর ২০২৩  
বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: লিটন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপির নেতারা ঘরে বসে আন্দোলনের ডাক দিয়ে আগুনসন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করতে চান। সেজন্য ২০১৪-১৫ সালের মতো আগুনসন্ত্রাস করছেন। অতীতে তারা ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর শহিদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে একটি শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে। আমাদের দেশের নির্বাচন কীভাবে হবে, সেটি ঠিক করবে দেশের জনগণ, আদালত, নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবেই, নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। উৎসমুখর পরিবেশে নির্বাচন হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন—রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সদস্য আতিকুর রহমান কালু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর শ্রমিক লীগের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী প্রমুখ।

কেয়া/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়