ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

সিংগাইর আ.লীগের যুগ্ম সম্পাদককে হত্যার হুমকির অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২৩:০১, ৭ ডিসেম্বর ২০২৩
সিংগাইর আ.লীগের যুগ্ম সম্পাদককে হত্যার হুমকির অভিযোগ

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামকে পুলিশ দিয়ে হয়রানিসহ হত্যার অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদের বিরুদ্ধে। হুমকিদাতা এমপি মমতাজ বেগমের ঘনিষ্ঠজন বলে পরিচিত। 

আসন্ন সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুর পক্ষে নির্বাচনি কাজে অংশ নেওয়ায় এমন হুমকি দেওয়া হয় বলে জানান মো. সায়েদুল ইসলাম।

এ ঘটনায় মো. সায়েদুল ইসলাম মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।  

আরো পড়ুন:

অভিযোগ সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর সন্ধ্যায় পৌর এলাকার ২নং ওয়ার্ডের রংয়ের বাজারে নির্বাচনি পথসভায় শহিদুর রহমান বক্তব্য দেওয়ার সময় সায়েদুল ইসলামকে প্রকাশ্যে হত্যাসহ পুলিশ প্রশাসন দিয়ে হয়রানির হুমকি দেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে রয়েছেন বলে জানান। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শহিদুর রহমান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সমর্থনে মাঠে নেমেছেন। অপরদিকে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর পক্ষে কাজ করছেন। 

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই। সেই লক্ষ্যে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি দেওয়ান জাহিদ আহমেদ টুলুর পক্ষে নেমেছেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 

তিনি আরও বলেন, বিতর্কিত কর্মকাণ্ডে জনসমর্থন হারিয়ে তারা এ ধরনের হুমকি দিয়ে নির্বাচনি পরিবেশ নষ্ট করছেন। 

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ সাংবাদিকদের বলেন, ‘সায়েদুল ইসলামের কোনো অভিযোগ থাকলে দলীয় ফোরামে আলোচনা করতে পারতেন। তাছাড়া কোথায় অভিযোগ দিয়েছেন, তা আমার জানা নেই। তাকে নিয়ে ভাবার সময় আমার নেই। আমি নির্বাচনি কাজে ব্যস্ত।’ 

সহকারী রিটার্নিং অফিসার ও সিংগাইর ইউএনও দিপন দেবনাথ বলেন, ‘অভিযোগের বিষয়ে আমরা অবগত আছি। সতর্ক দৃষ্টি রাখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 

চন্দন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়