ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

প্রাইমারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গাইবান্ধায় আটক ৩৫

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:৫২, ৯ ডিসেম্বর ২০২৩
প্রাইমারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গাইবান্ধায় আটক ৩৫

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় ৩৫ জনকে আটক করেছে র‍্যাব। 

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধায় র‍্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ রংপুর বিভাগীয় অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম। 

জানা যায়, গ্রেপ্তারকৃত পরীক্ষার্থী বিভিন্ন সময়ে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইলের মাধ্যমে সুকৌশলে পরীক্ষা দিয়ে আসছিলো। এদের মধ্যে মারুফ, মুন্না, সোহেল, নজরুল ও সোহাগ বিভিন্ন পরীক্ষায় ১৪-১৮ লক্ষ টাকায় চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে আসছিলো।এদের মধ্যে সোহেল ডিভাইস সংগ্রহ ও বিতরণ করেন এবং নজরুল পরীক্ষার্থী সংগ্রহ করতেন, মারুফ ও মুন্না বাইরে থেকে প্রশ্নপত্র সমাধান করে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করতেন।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে পরীক্ষার্থীরা জালিয়াতি চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।উক্ত ঘটনার সাথে জড়িত জালিয়াতি চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

মাসুম লুমেন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়