ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ১০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১০:৩৪, ১০ ডিসেম্বর ২০২৩
৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। তবে কুয়াশার প্রকোপ না কমায় আরিচা-কাজিরহাট নৌরুটে এখনও ফেরি চলাচল শুরু হয়নি।

রোববার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, শনিবার রাত ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এখনও মাঝনদীতে কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট থাকায় ফেরি চলাচল চালু হয়নি৷ কুয়াশার প্রকোপ কমে গেলে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হবে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, শনিবার সন্ধ্যা থেকে মাঝ নদীতে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রোববার রাত সোয়া ১টার দিকে কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এ সময় মাঝনদীতে চারটি ফেরি আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ১টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এখন পাটুয়ারিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

চন্দন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়