ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ওসমানীতে বিপুল সোনা উদ্ধারকালে আটক ৪ জন জেলহাজতে

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১০:২৮, ১০ ডিসেম্বর ২০২৩
ওসমানীতে বিপুল সোনা উদ্ধারকালে আটক ৪ জন জেলহাজতে

সিলেটের ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনা উদ্ধারের ঘটনায় আটক ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।   

গ্রেপ্তারকৃত এই ৪ জন হলেন- আক্তারুজ্জামান, মিসফাহ মিয়া, হাবিবুর রহমান ও শানু মিয়া। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে এদেরকে জেলহাজতে প্রেরণ করে আদালত। 

এরআগে শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলাটি করেছেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মর্তুজা আলী। ওইদিন সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিজি ২৪৮ বিমানের সিট ও ওয়াশরুমে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে ৩৪ কোটি টাকা মূল্যের ২৮০টি সোনার বার ও ৬টি সোনার ডিম উদ্ধার করে। 

এয়ারপোর্ট থানার ওসি মো. নুনূ মিয়া আটক চারজনকে জেলহাজতে পাঠানোর তথ্য নিশ্চিত করেন।

দুবাই থেকে সিলেটে আসা ফ্লাইটে ৩৪ কেজি স্বর্ণ, আটক ৪

নূর/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়