ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

অটোরিকশায় পিকআপের ধাক্কা, নিহত ১

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১০ ডিসেম্বর ২০২৩  
অটোরিকশায় পিকআপের ধাক্কা, নিহত ১

ফাইল ছবি

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশায় পিকআপের ধাক্কায় ফখরুল ইসলাম (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (১০ ডিসেম্বর) উপজেলার মধ্যম চরউরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশায় লক্ষ্মীপুরের রামগতি থেকে নোয়াখালীর সোনাপুর বাজারের উদ্দেশ্যে আসছিলেন ফখরুলসহ আরও কয়েকজন। মধ্যম চরউরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে আহত হন ৪ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সুজন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়