ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

চট্টগ্রামে সর্বোচ্চ ভ্যাট দাতা ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১০ ডিসেম্বর ২০২৩  
চট্টগ্রামে সর্বোচ্চ ভ্যাট দাতা ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা 

চট্টগ্রামে জেলাভিত্তিক সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী পাঁচ প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মেজবান হলে ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধানদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনবিআর সদস্য ড. এসএম হুমায়ুন কবীর।

সম্মাননা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (বিডি) লিমিটেড, এসকরপ অ্যাপারেলস লিমিটেড, সেনা হোটেল, কক্সবাজারের সায়মন বিচ রিসোর্ট লিমিটেড এবং বান্দরবান জেলার ভেনাস রিসোর্ট অ্যান্ড কফি হাউস।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন, কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন সিকদার, চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এএম মাহবুবুর রহমান, উইম্যান চেম্বারের সিনিয়র সহ সভাপতি আবিদা মোস্তফা।

সায়মন বিচ রিসোর্ট লিমিটেডের এমডি মাহবুব রহমান রুহেল ভ্যাট সম্মাননা দেওয়ার জন্য এনবিআরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ভ্যাটের ক্ষেত্রে অসম ব্যবসায়িক প্রতিযোগিতা হচ্ছে। অনেকে নিবন্ধিত নয়। ভ্যাট কাস্টমার দিয়ে থাকে। প্রতিষ্ঠান সরকারের কোষাগারে জমা দেয়। অনেককে ভ্যাট নেটওয়ার্কে আনা হয়নি। সবাইকে আনতে হবে। ফাইভ স্টারে ১৫ শতাংশ ভ্যাট। তাই পর্যটকরা আমাদের হোটেলে থাকছে, তবে বাইরে খাচ্ছে। ফরেন গেস্টদের কিছু আইটেম এক্সপেনসিভ। এগুলো থাইল্যান্ডের মতো সহনীয় করতে হবে। তাহলে পর্যটন খাতে প্রচুর ফরেন কারেন্সি আসবে।’

তিনি বলেন, অটোমেশনের কারণে ভ্যাট দেওয়া সহজ হয়েছে। আরও সহজ করতে হবে। দেশে একশত স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে। ফরেন ইনভেস্টমেন্ট আনতে ভ্যাট নিয়ে ভাবতে হবে।  
 

রেজাউল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়