ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

নীলফামারীর দেয়ালে দেয়ালে ছবি আঁকছে শিশুকিশোরের দল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৯:৪৫, ১০ ডিসেম্বর ২০২৩
নীলফামারীর দেয়ালে দেয়ালে ছবি আঁকছে শিশুকিশোরের দল

দেয়ালে দেয়ালে মুক্তিযুদ্ধের নানা চিত্র আঁকছে শিশু-কিশোরের দল। মহান বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন চলছে উত্তরবঙ্গের নীলফামারী শহরে।

স্থানীয় সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের অনুপ্রেরণা ও সহযোগিতায় প্রায় ছয় বছর ধরে এই আয়োজনটি করে আসছে ‘ভিশন ২০২১’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘শিশুকিশোরদের সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাতেই প্রতি বছর আমরা এই আয়োজন করছি। প্রগতিশীল চিন্তার সকল মানুষই আয়োজনটি দেখে মুগ্ধ হচ্ছেন। এই কর্মসূচির মধ্য দিয়ে শিশুকিশোরেরা চিত্রকলা চর্চার সঙ্গে যুক্ত থাকে এবং নিজের শহরকে নান্দনিক করার মধ্য দিয়ে তারা শহরকে ভালোবাসতে শেখে।’

‘ভিশন ২০২১’ কর্তৃপক্ষ জানায়, শিশুদের মেধা বিকাশ ও শহরকে পরিচ্ছন্ন রাখতে ‘রাঙাও তোমার শহর’ শীর্ষক এই আয়োজনটি করা হয়। প্রতি বছর স্কুল কলেজে বার্ষিক সমাপনী হওয়ার পর দুই মাস ধরে শহরের নির্ধারিত বিভিন্ন দেয়ালে ছবি আঁকে ক্ষুদে চিত্রশিল্পীরা। মূলত, সপ্তাহের শুক্রবার অথবা শনিবার শিশুরা ছবি আঁকে।

এবারের বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচিতে মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ছবি আঁকছে ক্ষুদে শিল্পীরা। রংতুলির আঁচড়ে সাজিয়ে চলেছে শহরের বিভিন্ন দেয়াল। তাদের আঁকা চিত্রকর্মে ফুটিয়ে তোলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের অবয়ব, যুদ্ধ দিনের দৃশ্য। বাংলাদেশের পতাকা ও প্রকৃতির নানা দৃশ্য।

আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন কেবল শহরেই কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী বছর থেকে ইউনিয়ন এবং গ্রামেও এটি করা হবে। এছাড়া আর্ট ক্যাম্পসহ সৃজনশীল নানা রকম কাজের পরিকল্পনা রয়েছে, যাতে তরুণ প্রজন্ম বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়ে বেড়ে ওঠে।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়