ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

গাছের ডাল ভাঙা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১১ ডিসেম্বর ২০২৩  
গাছের ডাল ভাঙা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

শেরপুরের নকলায় গোরস্থানের রাস্তায় হেলে পড়া সজনার ডাল ভাঙা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের নকলা হাসপাতালের চিকিৎসক ডা. হাসান মাহমুদ। এ ঘটনায় পুলিশ আবু বক্কর নামে ১ জনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, রোববার (১০ ডিসেম্বর) বেলা ৩টায় নকলা উপজেলার গৌরদ্বার ইউনিয়নের পাইস্কা গ্রামের মরহুম নুরুল ইসলামের স্ত্রী হরফলি (৭৫) বেগমের মরদেহ দাফন করতে গেলে পাইস্কা গোরস্থানে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের মূল ঘটনা ঘটে কবরস্থানের রাস্তায় হেলে পড়া সজনা গাছের ডাল ভাঙা নিয়ে। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মিয়া।

গুরুতর আহত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম (৪০) ও রাজু (৩৫) নামে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, রেজাউল করিম (৩৫) রহিদুল (২০) নামে দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. কাদির বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

তারিকুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়