ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:৩৬, ১১ ডিসেম্বর ২০২৩
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

উত্তরের জেলা নওগাঁয় শীতের তীব্রতা বেড়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকেল থেকে বইতে শুরু করে হিমেল হাওয়া। সন্ধ্যার পর থেকে রাতভর বৃষ্টির মতো ঝরে কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমলেও বিকেল গড়াতেই আবার শীত অনুভূত হয়।

আরো পড়ুন:

এদিকে, তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছেন অনেকে।

সাজু/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়