ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

সিলেটে যুবকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১১ ডিসেম্বর ২০২৩  
সিলেটে যুবকের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

সিলেটের শাহপরাণ থানাধীন চকগ্রাম থেকে কবির মিয়া (৪৫) নামরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রসীদ চৌধুরী।

কবির মিয়া জকিগঞ্জ থানার পিলাকান্দী এলাকার পিতা মৃত কোরমান আলীর ছেলে। তিনি চকগ্রামের সোহেল মিয়ার বড়িতে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে কবির মিয়ার স্ত্রী তাকে রেখে চলে যায়। ওই সময় থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। ভোররাতের দিকে কবির মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তারপরেও বিষয়টি তদন্ত করে দেখা হবে।

নূর/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়