ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

মাগুরায় বিশেষ অভিযানে ১০০ জন গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ১১ ডিসেম্বর ২০২৩  
মাগুরায় বিশেষ অভিযানে ১০০ জন গ্রেপ্তার

অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে বিশেষ অভিযানে মাগুরার চারটি উপজেলা থেকে হত্যা মামলার আসামিসহ ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, মাগুরা সদর, মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর ওয়ার্ডে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূল করতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় নাশকতাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে একজন হত্যা মামলার আসামি রয়েছেন। 

আরো পড়ুন:

সদর উপজেলায় ৬৫ জন, শ্রীপুরে ১২ জন, শালিখায় ১০ জন ও মহম্মদপুর উপজেলায় ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, মাগুরায় জঙ্গি, সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা অবস্থান করতে পারে— এমন আশঙ্কায় এ অভিযান চালানো হচ্ছে।
 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়