ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ফেনীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল আজ

জেলা প্রতিনিধি, ফেনী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ১২ ডিসেম্বর ২০২৩  
ফেনীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল আজ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ খালেক বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে সংসদ নির্বাচনের একদফা দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবরোধের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী মদদপুষ্ট আদালত কর্তৃক ফরমায়েশি রায়ের প্রতিবাদে জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালন করার জন্য বলা হয়েছে।

আরো পড়ুন:

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এই সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো এবারও একটি একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। তবে এবার কোনোভাবেই এটি হতে দেওয়া হবেনা। কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং এই সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সবাইকে হরতাল সফল করার আহ্বান জানাই।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর শাহজাহানপুর ও গুলশান থানার নাশকতার দুই মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম মজনুসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শাহজাহানপুর থানায় করা মামলায় এ রায় ঘোষণা করেন।

/সাহাব উদ্দিন/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়