ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ১২ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৯:১৪, ১২ ডিসেম্বর ২০২৩
গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহত ১৯ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহতরা হলেন-আলিম মোল্লার সমর্থক হাফিজুর মোল্লা, বদরুল দাড়িয়া, রফিক দাড়িয়া, নূর দাড়িয়া, কদরুল দাড়িয়া, ইমদাদুল মোল্লা, আজমির মোল্লা, খায়রুল মোল্লা, আইয়ূব মোল্লা, সাহেব আলি মোল্লা, সোহেল মোল্লা।

মিটু মোল্লার সমর্থক, জায়েদ মোল্লা, বাবু মোল্লা, ছোবাহান মোল্লা, নুর আলি, বাবলু মোল্লা, কুদ্দুস মুন্সি, আব্বাস মোল্লা ও রাকিব মোল্লা।

ওসি মোহাম্মদ আনিছুর রহমান জানান, একটি সালিশে জরিমানা করাকে কেন্দ্র করে বোড়াশী ইউনিয়নে মেম্বার সেকেন্দার মোল্লা ও মেম্বার মিটু মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুইপক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের জড়ান। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

/বাদল/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়