ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বরিশালে অবরোধের প্রভাব নেই

আরিফুর রহমান, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ১২ ডিসেম্বর ২০২৩  
বরিশালে অবরোধের প্রভাব নেই

ছবিটি বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা থেকে তোলা। ছবি: আরিফুর রহমান

বিএনপির ডাকা অবরোধে বরিশালে কোনো প্রভাব পড়েনি। নগরীর যান চলাচল স্বাভাবিক রয়েছে। ছেড়েছে অভ্যন্তরীণে ও দূরপাল্লা রুটের সব বাস-লঞ্চ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল ছিলো চোখে পড়ার মতো।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই বরিশাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ড নথুল্লাবাদ থেকে দূরপাল্লা ও আন্তঃজেলার সব রুটেই বাস নিয়মিতভাবে ছেড়ে গেছে। চলছে থ্রি-হুইলারসহ অন্যান্য পরিবহন। নগরীর নৌ-টার্মিনাল থেকে অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ ছেড়ে গেছে। সকাল থেকেই দোকানপাট ও অফিস আদালত খোলায় রাস্তায় কাজে বের হওয়া মানুষের উপস্থিতি ছিলো প্রতিদিনকার মতোই।

সকাল ১০ টার দিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা, নথুল্লাবাদ, সাগরদীর, রুপাতলী, সদর রোড, জেলখানার মোড়, হাসপাতাল রোড, লঞ্চঘাট ও পোর্ট রোড এলাকার মতো গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ছিলো অন্যান্য দিনের মতোই।

অটোরিকশা চালক আবু ইউসুফ বলেন, সকাল থেকেই তিনি গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি। কোথাও সমস্যা হয়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট টুটুল বলেন, প্রতিদিনকার মতোই সড়কে যানবাহন রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো পিকেটিং দেখা যায়নি।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ