ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

মালয়েশিয়া পাচারকালে ২৪ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৩ ডিসেম্বর ২০২৩  
মালয়েশিয়া পাচারকালে ২৪ রোহিঙ্গা উদ্ধার

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারে টেকনাফের উপকূলীয় এলাকা থেকে ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ৬ শিশু, ৬ নারী ও ১২ জন পুরুষ রয়েছেন। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মছিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৪/৫ জন পালিয়ে যান। পরবর্তীতে পাহাড়ের ঝোপ-জঙ্গল থেকে ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানিয়েছেন, সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য তাদের এখানে জড়ো করেছিলেন পালিয়ে যাওয়া লোকজন। রাতের যে কোনো সময় তাদের ট্রলারে তুলে দেওয়ার কথা ছিল।

তারেকুর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়