ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

হালখাতার খাবার খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে অর্ধশতাধিক

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ১৪ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১০:৪৬, ১৪ ডিসেম্বর ২০২৩
হালখাতার খাবার খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে অর্ধশতাধিক

ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় হালখাতার খাবার খেয়ে রিয়ান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়ানের মৃত্যু হয়। রিয়ান আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাদেকুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কীটনাশক ব্যবসায়ী মো. হুমায়ুন কবিরের ব্যবসা প্রতিষ্ঠানে গত সোমবার (১১ ডিসেম্বর) হালখাতা উপলক্ষে খাবার বিতরণ করা হয়। সেই খাবার খেয়ে রিয়ানসহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন।

মঙ্গলবার রিয়ানের অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। অন্যান্য অসুস্থ ব্যক্তিরা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রা‌কিবুল আলম বলেন, মঙ্গলবার পানি শূন্যতা নিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে দুই শিশু ভর্তি হয়। এর মধ্যে, বুধবার রিয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অপর শিশুটিকে রংপুরে রেফার্ড করা হয়েছে।

কীটনাশক ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, আমি নিজেও ওই খাবার খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছি। শুনেছি যারা হালখাতার অনুষ্ঠানের খাবার খেয়েছে তারাও অসুস্থ হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মনিরুল হক বলেন, রিয়ানের মৃত্যুয় খবর পেয়ে তার বাসায় গিয়েছিলাম। জানতে পারি, হুমায়ুনের দোকানের হালখাতার খাবার খেয়ে এ ঘটনা ঘটেছে। তবে, ঠিক কি কারণে এমন হয়েছে বিস্তারিত বলতে পারছি না।

হিমেল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়