ঢাকা     শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৪ ১৪৩১

মতিয়া চৌধুরীর আয় কমেছে পাঁচ গুণ

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৪ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:১৫, ১৪ ডিসেম্বর ২০২৩
মতিয়া চৌধুরীর আয় কমেছে পাঁচ গুণ

গত পাঁচ বছরে বাৎসরিক হিসেবে জাতীয় সংসদের উপনেতা শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীর আয় কমেছে প্রায় পাঁচ গুণ। তবে অস্থাবর সম্পদের পরিমাণ কিছুটা বাড়লেও স্থিতি আছে স্থাবর সম্পত্তি। 

দ্বাদশ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে জানা যায় এই তথ্য। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেখা যায় মতিয়া চৌধুরীর মোট আয়ের পরিমাণ ৩ কোটি ১৭ লাখ ৪২ হাজার ১শ ১০ টাকা। অপরদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় বাৎসরিক আয় দেখানো হয়েছে ৬২লাখ ৬১ হাজার ৫শ ৫৪ টাকা। অর্থাৎ গতবারের তুলনায় এবার তার আয় কমেছে প্রায় পাঁচ গুণ।
 
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার কৃষিখাতে আয় দেখানো হয়েছে ৫০ হাজার, বাড়ি/এপার্টমেন্ট ও দোকান বা অন্যান্য ভাড়া বাবদ ৭৮ হাজার ৭শ ৫০ টাকা, শেয়ার-সঞ্চয়পত্র/ব্যাংক আমানত বাবদ দুই কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৪শ ৬৪ টাকা, চাকরি বাবদ ১২ লাখ ৬০ হাজার টাকা, অন্যান্য (বক্তৃতা, টিভি সম্মানি) ২১ লাখ ৮৭ হাজার ৮শ ৯৬ টাকা। 

অপরদিকে চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষিখাতে আয় দেখানো হয়েছে ৭৫ হাজার, বাড়ি/এপার্টমেন্ট ও দোকান বা অন্যান্য ভাড়া বাবদ ৭৮ হাজার ৭শ ৫০ টাকা, শেয়ার-সঞ্চয়পত্র/ব্যাংক আমানত বাবদ ৮ লাখ ৬৯ হাজার ৯শ ২৫ টাকা, চাকরি বাবদ ৯ লাখ ৩৯ হাজার ৩১ টাকা, অন্যান্য (বক্তৃতা, টিভি সম্মানি) ৪২ লাখ ৯৮ হাজার ৮শ ৪৮ টাকা। 

এতে একাদশ  ও দ্বাদশ জাতীয় নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে তার আয় কম-বেশির খাতগুলো হলো, কৃষিখাতে আয় বেড়েছে ২৫হাজার, বাড়ি/এপার্টমেন্ট ও দোকান বা অন্যান্য ভাড়া বাবদ আয় একই আছে, শেয়ার-সঞ্চয়পত্র/ব্যাংক আমানত বাবদ কমেছে ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৫শ ৩৯ টাকা, চাকরি বাবদ কমেছে ৩ লাখ ২০ হাজার ৯শ ৬৯ টাকা ও অন্যান্য (বক্তৃতা, টিভি সম্মানি ও অন্যান্য) খাতে আয় বেড়েছে ২১ লাখ ১০ হাজার ৯শ ৫২ টাকা। 

একাদশ জাতীয় নির্বাচনে অস্থাবর সম্পত্তির পরিমান দেখানো হয়েছে ৭ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৩ শ ৫ টাকা এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে দেখানো হয়েছে ৯ কোটি ৬৫ লাখ ৫ হাজার ৮শ ৩৭ টাকা। এই পাঁচ বছরে তার মোট অস্থাবর সম্পত্তি বেড়েছে ২ কোটি ১৪ লাখ ১৪ হাজার ৫শ ৩২ টাকা।

এছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে উত্তরাধিকার সূত্রে পৌণে চার একর কৃষি জমি, যার মূল্য অজ্ঞাত, অকৃষি জমি ও অর্জনকালীন সময়ে ঢাকার সাতারকুল মৌজায় অর্ধ বিঘা জমি, যার মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা, ঢাকার মধ্যবাড্ডা এলাকায় ৫ কাঠার একটি প্লটের মূল্য উল্লেখ করেননি কিন্তু এবার তার মূল্য ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। এ ছাড়াও ঢাকার আশুলিয়ায় ১টি প্লট আছে যার মূল্য দুইবারই উল্লেখ করা হয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৯শ টাকা ও একটি বাড়ির মূল্য আগের মতোই ৪ লাখ ৯৮ হাজার ২৯৫ টাকা দেখানো হয়েছে।

তারিকুল ইসলাম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়