ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১৫ ডিসেম্বর ২০২৩  
পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ১.১ ডিগ্রি বেড়েছে। তবে, কমেনি শীতের তীব্রতা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার একই সময় রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হিমালয়ের কাছে হওয়ায় এ অঞ্চলে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে এখানে। এবারও শুরু হয়েছে শীতের দাপট। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ে ঠাণ্ডা। সেই সঙ্গে পড়তে শুরু করে কুয়াশা।

নাঈম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়