ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৫ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৩:০৪, ১৫ ডিসেম্বর ২০২৩
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, গতকাল একই সময় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চুয়াডাঙ্গার শুক্রবার সকাল ৯টায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় আগামী কয়েক দিন তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। তবে, ডিসেম্বরের শেষের দিকে চুয়াডাঙ্গায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

মামুন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়