কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড়
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মহান বিজয় দিবস এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা দুই দিনের ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে সৈকতে পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পর্যটকদের ভিড়ে হোটেল-মোটেলসহ জমে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকেই সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। অনেকে আবার বেঞ্চিতে বসে উপভোগ করছেন সৈকতের তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ। সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে সৈকতে। আগতদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
কুয়াকাটা সৈকত সংলগ্ন আচার ব্যবসায়ী সুলতান আকন বলেন, দীর্ঘদিন পরে সৈকতে অনেক পর্যটকের আগমন ঘটেছে। বিগত দিনগুলোর তুলনায় আমাদের বিক্রি অনেকটা বেড়েছে। এভাবে পর্যটক থাকলে আমরা পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবো।
খাবার হোটেল ব্যবসায়ী মিজানুর বলেন, হরতাল-অবরোধে এতদিন কুয়াকাটা একদম পর্যটক শূন্য ছিল। আমরা অনেক লোকসান গুনেছি। তবে আজ পর্যটক অনেকটা বেড়েছে এবং বিক্রিও ভালো হচ্ছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, পর্যটকদের নিরাপত্তায় আমাদের ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছেন। পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মাঠে রয়েছে।
ইমরান/স্বরলিপি/কেআই