ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

টেকনাফ সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১৬ ডিসেম্বর ২০২৩  
টেকনাফ সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। ৫ ফুট লম্বা আকৃতির ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সাবরাংয়ের বাহারছড়া নৌকা ঘাটে ডলফিনটি মৃতাবস্থায় ভেসে আসে বলে জানিয়েছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম।

মোহাম্মদ সেলিম জানান, মৃত ডলফিনটি অনুমানিক ৫ ফুট লম্বা। শরীরে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় জোয়ারের সময় ভেসে আসে। ডলফিনটি দেখতে লোকজন ভিড় করেন। ধারণা করা হচ্ছে, জাহাজের ধাক্কা বা জেলেদের জালে আটকা পড়ার পর প্রাণীটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

আরো পড়ুন:

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছেন। প্রাণীটিকে মাটিতে পুঁতে ফেলতে মৎস্য বিভাগ ও বনবিভাগকে বলা হয়েছে।

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়