ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

মুন্সীগঞ্জে পদ্মার শাখা নদীতে ট্রলার ডুবি, ২ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ১৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২১:২২, ১৬ ডিসেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে পদ্মার শাখা নদীতে ট্রলার ডুবি, ২ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল এলাকার পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন। 

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে। টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান এতথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়ারা হলেন- টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর মেয়ে শিফা আক্তার (১৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার ফারুক হোসেনের মেয়ে ফাইজ (৬)।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মার চর থেকে হাসাইল এলাকায় ফিরছিল যাত্রীবাহী ট্রলারটি। পদ্মার শাখা নদীতে পৌঁছালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

টঙ্গীবাড়ি থানার ওসি রাজীব খান বলেন, ট্রলারে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় ২৫ জন ছিলেন। এদের অধিকাংশ সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিখোঁজদের উদ্ধারে টঙ্গীবাড়ির ফায়ায় সার্ভিসের সদস্যরা কাজ করছেন।বাল্কহেডটি আটক করা হয়েছে। 

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়