ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী বিজয় উৎসব অনিুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১৬ ডিসেম্বর ২০২৩  
কুড়িগ্রামে ৩ দিনব্যাপী বিজয় উৎসব অনিুষ্ঠিত

কুড়িগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।

এর আগে, গত ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বালনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, একুশে পদক প্রাপ্ত সমাজসেবী অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম ছানালাল বক্সী, মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী বেগম, সাংস্কৃতিক সংগঠক মানিক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন,আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদ নেতা এমদাদুল হক এমদাদ প্রমুখ।

আরো পড়ুন:

উৎসবের দ্বিতীয় দিন ১৫ডিসেম্বর আবৃত্তি পরিবেশন করে ঐতিহ্য কুড়িগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সূর্য শিল্পীগোষ্ঠি, গীতিআলেখ্য পরিবেশন করে ললিতকলা একাডেমি। আজ শেষ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মমতাজ উদদিন আহমেদ রচিত এবং পার্থ প্রতিম চক্রবর্তী বাবন নির্দেশিত নাটক “বর্ণচোরা” পরিবেশন করে প্রচ্ছদ কুড়িগ্রাম।

বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়