ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

টাঙ্গাইলে ১০ জনের প্রার্থিতা প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ১৭ ডিসেম্বর ২০২৩  
টাঙ্গাইলে ১০ জনের প্রার্থিতা প্রত্যাহার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে জাকের পার্টির ৬ জনসহ মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের নিকট তারা প্রত্যাহারপত্র জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের পরও আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মুরাদ সিদ্দিকী মনোনয়নপত্র প্রত্যাহার করে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জাতীয় পার্টির আব্দুর রহিম প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তবে এ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আবুল কাশেম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান ইউসুফজাই সানি ও ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

জাকের পার্টির প্রার্থিরা হলেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে এনামুল হক মনজু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আব্দুল আজিজ খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনে মো. দুলাল মিয়া, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রাকিব হোসেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আব্দুল জলিল।

কাওছার/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়