ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১৮ ডিসেম্বর ২০২৩  
ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ফাইল ছবি

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন চৌধুরী (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) উপজেলার সুদিয়াখলা গরুর বাজার নামক স্থানে বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি জেলার বাহুবল উপজেলার ভুগলী গ্রামের লাল মিয়া চৌধুরী ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, মৃত ব্যক্তির শরীরে বিদ্যুৎস্পর্শের চিহ্ন রয়েছে। এছাড়া, মরদেহের পাশে ট্রান্সফরমার খোলার সরঞ্জামাদি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে এসে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মামুন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়