নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রুমান মিয়া। ফাইল ফটো
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে রুমান মিয়া (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বাদুয়াচর রেল ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। রুমান উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিম পাড়ার হক মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রুমানের পৈতৃক বাড়ি রায়পুরায় হলেও বোনের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরে থাকতেন। সেখানেই স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন। এক সপ্তাহ আগে বাবার বাড়ি রায়পুরায় ঘুরতে আসে রুমন। রাতে বাদুয়াচর রেল ব্রিজ এলাকায় ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী ফাঁড়িতে নিয়ে আসে। পরে স্বজনরা মরদেহ রুমানের বলে শনাক্ত করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজিউর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে এখনো তা নিশ্চিত করতে পারিনি। এ ঘটনায় পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হৃদয়/কেআই