সাজেকগামী পর্যটকবাহী গাড়িতে দুর্বৃত্তদের গুলি
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পর্যটকবাহী একটি গাড়িতে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়িতে ইউপিডিফে চার দিনের হরতালে ডাকে। আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। হরতালের মধ্যে পর্যটকবাহী গাড়িটি খাগড়াছড়ি হয়ে সাজেক যাচ্ছিল। পথে দুর্বৃত্তরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া, হরতালের সমর্থনে পিকেটিংকালে দুর্বৃত্তরা মাহেন্দ্র, একটি পিকআপ এবং প্রাইভেটকার ভাঙচুর করে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পযটকরা অক্ষত আছেন। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
বিজয়/মাসুদ