সিরাজগঞ্জের ৬টি আসনে প্রতীক পেলেন যারা
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে তানভীর শাকিল জয় ‘নৌকা’, জহুরুল ইসলাম ‘লাঙ্গল’, সবুজ আলী ‘নোঙ্গর’, মো. সাইফুল ইসলাম ‘মশাল’ প্রতীকে নির্বাচন করছেন।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জান্নাত আরা হেনরী ‘নৌকা’, আমিনুল ইসলাম ‘লাঙ্গল’, আব্দুর রুবেল সরকার ‘গোলাপ ফুল’, সাদাকাত হোসেন খান বাবুল ‘হাতুড়ি’, মো. সোহেল রানা ‘সোনালী আঁশ’ প্রতীক পেয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে আব্দুল আজিজ ‘নৌকা’, জাকির হোসেন ‘লাঙ্গল’ ও গোলাম মোস্তফা ‘নোঙ্গর’ প্রতীক পেয়েছেন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে শফিকুল ইসলাম ‘নৌকা’, হিল্টন প্রামাণিক ‘লাঙ্গল’ ও মোস্তফা কামাল বকুলকে ‘মশাল’ প্রতীক বরাদ্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আব্দুল মমিন মন্ডল ‘নৌকা’, ফজলুল হক ‘লাঙ্গল’, আব্দুল হাকিম ‘নোঙ্গর’, নাজমুল হক ‘গামছা’, আব্দুল লতিফ বিশ্বাস ‘ঈগল’ ও আব্দুল্লাহ আল মামুন ‘কাঁচি’ প্রতীকে নির্বাচন করবেন।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে চয়ন ইসলাম ‘নৌকা’, মোক্তার হোসেন ‘লাঙ্গল’, মোজাম্মেল হক ‘মশাল’, রেজাউল রশীদ খান ‘হাতুড়ি’, তারিকুল ইসলাম ‘সোনালী আঁশ’, মোহাম্মদ শামীম ‘নোঙ্গর’, কাজী মো. আলামিন ‘একতারা’ ও হালিমুল হক মীরু ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দের সময় প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি।
অদিত্য/মাসুদ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ০ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ০ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ০ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ০ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ০ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ০ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ০ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ০ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ০ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ০ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ০ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ০ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ০ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ০ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম