ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বরগুনায় হরতালের সমর্থনে ছাত্রদলের মশাল মিছিল

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ১৮ ডিসেম্বর ২০২৩  
বরগুনায় হরতালের সমর্থনে ছাত্রদলের মশাল মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা মঙ্গলবারের (১৯ ডিসেম্বর) দেশব্যাপী হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার ঢাকা-বরগুনা সড়কের খান বাড়ি এলাকায় মিছিল করে তারা। 

বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক গোলাম রাসেল খোকনের নেতৃত্বে মশাল মিছিলটি গৌরিচন্না খান বাড়ির সামনে থেকে শুরু হয়ে ব্রিজে গিয়ে শেষ হয়। এ সময় তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা। মিছিলে বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতারা অংশ নেয়।

আরো পড়ুন:

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান রাইজিংবিডিকে বলেন, একটি ঝটিকা মিছিলের তথ্য পেয়েছেন। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়