ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

রাজশাহীতে পুলিশের বীর মুক্তিযোদ্ধারের সংবর্ধনা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ১৮ ডিসেম্বর ২০২৩  
রাজশাহীতে পুলিশের বীর মুক্তিযোদ্ধারের সংবর্ধনা

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপির) উদ্যোগে রাজশাহী অঞ্চলের বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহী পুলিশ পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

অনুষ্ঠানের শুরুতেই পুলিশ কমিশনার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন এবং বিজয় দিবসের শুভেচ্ছা উপহার দেন। অনুষ্ঠানে ৩৪ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে এবং ১১ জন মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সংবর্ধনা জানানো হয়। এর আগে পুলিশ কমিশনার রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভূমিতে শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে তিনি বলেন, রাজশাহী পুলিশ লাইন্সে মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে রাজশাহীর পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ১৯৭১ সালের ২৬ মার্চ হতে ২৮ মার্চ তিন দিন রাজশাহী পুলিশ লাইন্স হতে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হয়। সেই যুদ্ধে একসঙ্গে ১৮ জন পুলিশ সদস্য পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে দুই জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ধরে নিয়ে গিয়ে শহীদ করে, যা মুক্তিযুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শহীদ হওয়ার ঘটনা রাজশাহীতেই ঘটেছে। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করেন।

আরো পড়ুন:

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) রশীদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন প্রমুখ।
 

কেয়া/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়