ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ঝিনাইদহে হরতালের সমর্থনে বিএনপির মিছিল

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২০:৩৮, ১৮ ডিসেম্বর ২০২৩
ঝিনাইদহে হরতালের সমর্থনে বিএনপির মিছিল

ঝিনাইদহের কালীগঞ্জে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের হাঁট চাদনী এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে গত শনিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে হরতালের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, তাঁতি দলের আহ্বায়ক আজিজুল ইসলাম বাটুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মকসুদুল মমিন, ছাত্রদলের উপজেলা সদস্য সচিব মৌসম উদ্দিন সোভন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলআমিন হোসেন প্রমুখ।

আরো পড়ুন:

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ৭ জানুয়ারির নির্বাচন দেশের মানুষ মেনে নেয়নি। এই ডামি নির্বাচন দেশের মানুষ প্রত্যাখান করেছে। বাংলাদেশের জনগণ স্বচ্ছ নির্বাচন দেখতে চায়। ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।

শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়