ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বরিশালে নির্বাচনি সহিংসতায় আহত ৪, মোটরসাইকেলে আগুন

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৩:২৫, ১৯ ডিসেম্বর ২০২৩
বরিশালে নির্বাচনি সহিংসতায় আহত ৪, মোটরসাইকেলে আগুন

প্রতীক বরাদ্দ দিতে না দিতেই বরিশালে শুরু হয়েছে নির্বাচনি সহিংসতা। এরইমধ্যে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এসময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে। 

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর পলাশপুর ৭ নম্বর সড়কে এ সংঘর্ষ ঘটে। 

স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, সোমবার রাতে পলাশপুরে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার সময় আওয়ামী লীগের কর্মী আব্দুল হালিমকে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর সমর্থকরা বাঁধা দেয়। এ নিয়ে এক পর্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আব্দুল হালিমকে কুপিয়ে জখম করা হয়। এ সময় তার তিন সন্তানকেও কোপায় হামলাকারীরা। ঘটনার সময় একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

এদিকে স্বতন্ত্র প্রার্থী সমর্থক মো. আমির দাবি করেন, মুলত নৌকার মিছিলে না যাওয়ায় আব্দুল হালিমের উপর হামলা চালানো হয়েছে। 

মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ তারা পাননি। অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফুর/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়