ভূঞাপুরে স্বতন্ত্র প্রার্থীর মিটিংয়ে ও গাড়ি বহরে হামলা
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলে ভূঞাপুরে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর নির্বাচনিসভায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। পরে ঠান্ডুর গাড়িযোগে নির্বাচনি প্রচারণায় সময় আবারও হামলা করা হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। নির্বাচনিসভায় হামলার ঘটনা জড়িতদের বিরুদ্ধে থানায় ও নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দিয়েছেন ঠান্ডু।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ভুঞাপুর কাচা বাজারস্থ ডেল্টা লাইভ ইন্স্যুরেন্স কার্যালয়ে নির্বাচনিসভা চলাকালে হামলা চালানো হয়। এরপর বিকেলে ওই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনি প্রচারণার জন্য উপজেলার গোবিন্দাসীতে যাওয়ার সময় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় তার গাড়ি পথরোধ করে গাড়ি ভাঙচুর করা হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, ঈগল প্রতীকের প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ভুঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম বাবলুসহ দুই উপজেলার আওয়ামী লীগের নেতারা।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নেতাকর্মীদের নিয়ে ইন্স্যুরেন্স কার্যালয়ে নির্বাচনিসভা শুরু করেন। এ সময় আতর্কিতভবে নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারীরা হামলা করে ভাঙচুর করে।
এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, ‘নির্বাচনিসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোট মনিরের ক্যাডাররা হামলা করেছে। এ সময় অফিসে ভাঙচুর করা হয় এবং হুমকি দেওয়া হয়। এছাড়া আমাদের টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। পরে পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হামলাকারীদের নাম উল্লেখ করে থানাসহ নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রার্থীর উপর যদি হামলা হয়, তাহলে ভোটার ও সমর্থকরা অংশগ্রহণ করবে না। তারা তো জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিতে আসবে না। ভোটাররা যদি ভোটকেন্দ্রে না আসতে পারে, আমরাই যদি প্রচারণার ক্ষেত্রে বাধাগ্রস্ত হই, তাহলে ভোটাররা ভোট দিতে আসবে কীভাবে?’
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্ল্যাহ জানান, ঘটনার পরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কাওছার/বকুল
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ০ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ০ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ০ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ০ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ০ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ০ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ০ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ০ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ০ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ০ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ০ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ০ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ০ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম